একাকীত্ব ।। স্বপন কুমার ধর


একা ঘরে আমি, বসিয়া রহিয়াছি,

করিয়া রুদ্ধ দ্বার,

ভাবিতেছি মনে সঙ্গী না থাকিলে,

জীবন-টাই কী অসার!


বহুদিন পরে, কিছুদিনের তরে,

গিয়াছে যে সে, বাপের বাড়ি,

জননী যে তার,থাকে একা একা,

বাড়িটি যে তার , লাগে ফাঁকা ফাঁকা।


একদা তাহার সবাই যে ছিল,

ছিল না একাকীত্ব,

জীবিকার তরে, আজ যে তারা,

রয়েছে ভীষন ব্যস্ত।


মনে ভাবি হায়! সকলের-ই কী কপাল,

"মা" থাকে একা দূরে,

ইচ্ছে থাকিলেও, পারেনা থাকিতে,

মা'র কাছে সদা কেহ।


ঘুরিবে যে কাল, আসিবে এদিন,

আমাদের সবার-ই জীবনে,

বুঝিব এ ব্যথা, যাহা সহিতেছে মাতা,

আপন বার্ধক্য কালে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।