বসন্ত তোমার যাবার কালে ।। মিনহাজ আহমেদ মুকুল


বসন্ত,

তুমি এলে ভালোবাসা এলো

দ্রোহের বীণা বাজলো শতপ্রাণে--

জীর্ণ পত্র ভূলুণ্ঠিত হলো

নব কিশলয় নুতন বার্তা আনে।

দিকে দিকে হাসি-কল্লোলে

বাসন্তী বসনা ললনা--

ভাবতরঙ্গে মৃদুল হিল্লোলে

প্রেয়সী চটুল চপলা।

'হা বসন্ত

তুমি এলে প্রেম এলো চুপিসারে

বেলা অবেলা ভাসায় ভেলা--

দূর অজানা অভিসারে,

ভাসে আনমনে শুধু হাসি খেলা।

শাখে শাখে নবপত্র মঞ্জীর

অলিরা গুঞ্জনে ফুলে--

দূর নীলিমায় মন অধীর,

সমীরণ খেলে প্রিয়ার এলোচুলে

বসন্ত হে

তোমার যাবার কালে

উড়াও ধুলি ছড়াও দাহ--

প্রেম-প্রকৃতির ভালে,

যেন দ্রোহের গীত গাহ।

ঘুমিয়ে যে জন ধরার কোলে

জাগাও শক্তি প্রাণে তাঁর --

ডাকে পাখি পিউপিউ বোলে,

জীবন ফুরালে জীবন মেলা ভার।


 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post