বলোতো এবার ভেবে ।। স্বপন কুমার ধর

No description available.

ভাবো আমরা আছি,
দুজনেই কাছাকাছি।
বাস করছি প্রাচীন দিনে,
থাকছি আগুন বিনে।
রয়েছি বাকল পড়ে,
ঘুরছি বনে পাহাড়ে।
আদম-ইভস্ এর জীবন,
নেই কোন প্রদূষণ।

ব্যস্ত থাকছো কী তুমি,
দেখতে সিরিয়াল, দূরদর্শনে।
এসেছে কী কখনো ধ্যানে,
মন দিতে হবে জন্ম নিয়ন্ত্রণে।
সাধ হচ্ছে কী প্রানে,
বিলাস ব‌্যসন জীবন যাপনে।
মানুষ কী রয়েছে বিভক্ত,
জাত-পাত-ধর্মের বিভাজনে।
হাতে আছে কী সদা,
চলমান দূরাভাষ।
আছে কী কোন ব্যবস্থা,
দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

বলো তুমি এবার ভেবে,
সত্যি কথাটা তবে,
আমরা আধুনিক হচ্ছি যত,
প্রয়োজন কী বাড়ছে না তত!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।