আজও তুমি রয়েছো, মম অন্তরে।
হয়তো যোগাযোগ বন্ধ, হয় না মেলামেশা।
তবুও আত্মা যেন কানে কানে বলে,
তুমি আমার!
জানো রমনী আত্মার টান বড়ো গভীর,
হাজার চেষ্টা করলেও তা ছিন্ন করা যায় না।
তাইতো তুমি রয়েছো মম অন্তরে,
মনের সুপ্ত জানালা দিয়ে
এখনো ধ্বনিত হয় তোমার নাম!
কেন জানিনা তোমার অন্তরের ঢেউ
আমাকে ভাসিয়ে নিয়ে যায়।
তোমার সাথে অন্তরঙ্গ হওয়ার জন্যে!
অন্তরে অন্তরে মিলিত হবে বলে তারা
বসে আছে মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায়,,,
জানিনা মিলন হবে কি না!
এদিকে অধম কবি অন্তরে একরাশ ভালোবাসা নিয়ে,
দিবানিশি বসে আছে, রমনী শুধু তোমার অপেক্ষায়,,,
শুধু তোমার অপেক্ষায়,,,
হয়তো যোগাযোগ বন্ধ, হয় না মেলামেশা।
তবুও আত্মা যেন কানে কানে বলে,
তুমি আমার!
জানো রমনী আত্মার টান বড়ো গভীর,
হাজার চেষ্টা করলেও তা ছিন্ন করা যায় না।
তাইতো তুমি রয়েছো মম অন্তরে,
মনের সুপ্ত জানালা দিয়ে
এখনো ধ্বনিত হয় তোমার নাম!
কেন জানিনা তোমার অন্তরের ঢেউ
আমাকে ভাসিয়ে নিয়ে যায়।
তোমার সাথে অন্তরঙ্গ হওয়ার জন্যে!
অন্তরে অন্তরে মিলিত হবে বলে তারা
বসে আছে মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায়,,,
জানিনা মিলন হবে কি না!
এদিকে অধম কবি অন্তরে একরাশ ভালোবাসা নিয়ে,
দিবানিশি বসে আছে, রমনী শুধু তোমার অপেক্ষায়,,,
শুধু তোমার অপেক্ষায়,,,
২৩/০২/২০২১
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।