হঠাৎ স্মৃতির ঋণে ।। বদরুদ্দোজা শেখু

 

হঠাৎ ক'রে আকাশ আঁধার নামলো যেন রাত্রি 
আমরা গুটাই জানলা কপাট অন্ধকারের যাত্রী ,
শুরু হলো ঝড়ের দাপট,অট্টহাসির বৃষ্টি 
ফটফটফট শিলাবৃষ্টির রহস্যময় সৃষ্টি---
মিষ্টি-মধুর সোঁদা বাতাস বইলো গুমোট কক্ষে
বিজলি চমকে' বাজ পড়লে রইবে না আর রক্ষে !
কেউ অলক্ষ্যে ডাকছে, 'খোকা যাসনে ওরে যাসনে
শিল কুড়াতে,সর্দ্দি হবে, বরফ-পানি খাসনে ' !
থমকে দাঁড়াই, স্মৃতিতে হারাই,বিচ্ছিন্ন শৈশব-- 
শিল কুড়ানো আম কুড়ানো এটাই ছিলো বাস্তব
এমন দিনে, স্মৃতির ঋণে জর্জরিত আমি হে--
হারিয়ে গেছি অনেক দূরের অতীতপুরের স্বগৃহে
বাধানিষেধ তুচ্ছ ছিলো তখন বেপরোয়া,
শৈশব আর কৈশোর আজ এখন ধোঁয়া -ধোঁয়া ,
হঠাৎ আবার নীরব নিঝুম প্রকৃতির প্রলয় ,
রোদ উঠলো হালকা ফিকে, কিছুক্ষণ মলয়
বইলো ধীরে, নামলো ফিরে সন্ধ্যা আবহমান
অল্প রাতেই কালরাত্রি ঝিঁঝিঁপোকার গান ,
এখন কতো বিগত বিধুর স্মৃতির আনাগোনা --
মায়ের গল্পে দাদির গল্পে টুকরো টুকরো সোনা
উঠে আসতো শুতে শুতে মনের আকাশ জুড়ে
আজকে তেমন লগ্ন বটে,যাচ্ছি আমি খুঁড়ে'
সেসব প্রত্ন রত্ন-খনি তারার চুনী -পান্না  ,
ডাকছে কি কেউ ? শুনছি শুধু মায়ের স্নেহ-কান্না- -

সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।