আজি বসন্তের বিদায় বেলায়
শেষের আলোয় গোধূলি দূর দিগন্তে বিলায়,
নীরব ঘন আঁধারে জোনাকির সমাবেশে
ঝরে পড়ে বনস্পতির হলুদ পাতা !
মনমরা মেঘের অশ্রু ভেজা ধুলির বুকে,
সহসা চাঁদনির জোছনায়, দৃশ্যমান
ওঠা-পড়া'র বাৎসরিক বিশাল ফরমান,
তবু প্রবল দুঃসাহসিকতায়
মর্মরি ওঠে বেনুবন, রাত পরীর রূপকথায়
চৈতি হাওয়ায় জাগিল সেথা শেষের কল্লোল
চাঁদনি গোলা দীঘি হতে উঠিলো হিল্লোল
নব উল্লাসে লাখো জোনাকি সাথে,
ছুটিল সে পরী, পূবের দিগন্ত হতে মেঘের ওপ্রান্তে
আগামীর ভোরে, প্রতিটি চোখের পাতায়
নতুন স্বপ্ন আঁকবে বলে।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।