বাস্তুহারা স্মৃতি ।। রকিবুল হাসান গোলজার


বাস্তুহারা স্মৃতি
ওরে ও তটিণী,
তুই বল শুনি,
তোর ঐ চরস্থলে ছিল কিনা মোর বসতি।।

আজও মনে পড়ে,
ছবি হয়ে ভাঁসে,
কি ছিল কোথা কোথা কার কবর কার পাশে।।

শিশু খেলে জলে,
নাওয়ার কালে,
চড়ায় গরু চরে গান গেয়ে সুরে রাখালে।।

বালু চিক চিক,
ঢেউ ঝিক মিক,
রোদে জ্বলে আমি জ্বলি ধিকি ধিকি  তোরে দেখি।।

বন্যা ও ভাঙ্গনে,
কান্না কষ্ট ক্ষণে,
ভূলি মিথ্যা আশ্বাসে  ফের ভাঁসি ঐ সে বানে।।

চিনের তাড়ণ,
হোয়াং হো নদী,
 মিশরের নীল নদ  তা করল ওরা আশীর্বাদ।।

হাজার নদীর,
স্বপ্নও হাজার,
কেন কাঁদে করে হাঁ-হাঁ-কার চাই প্রতিকার।। 

সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।