আজও মনে পড়ে,
ছবি হয়ে ভাঁসে,
কি ছিল কোথা কোথা কার কবর কার পাশে।।
শিশু খেলে জলে,
নাওয়ার কালে,
চড়ায় গরু চরে গান গেয়ে সুরে রাখালে।।
বালু চিক চিক,
ঢেউ ঝিক মিক,
রোদে জ্বলে আমি জ্বলি ধিকি ধিকি তোরে দেখি।।
বন্যা ও ভাঙ্গনে,
কান্না কষ্ট ক্ষণে,
ভূলি মিথ্যা আশ্বাসে ফের ভাঁসি ঐ সে বানে।।
চিনের তাড়ণ,
হোয়াং হো নদী,
মিশরের নীল নদ তা করল ওরা আশীর্বাদ।।
হাজার নদীর,
স্বপ্নও হাজার,
কেন কাঁদে করে হাঁ-হাঁ-কার চাই প্রতিকার।।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।