সূর্য ঢলে গেছে পশ্চিমাকাশে। নানান রঙের ফুল মাথায়, রংমেখে সারাদিনের হৈচৈয়ের ক্লান্তি সাথে করে ঘর্মাক্ত দেহে ঘরে ফিরছে ছেলেমেয়েরা। রাস্তার ধারে উত্তরের জানালায় আনমনা দাড়িয়ে সেই দৃশ্যেই হারিয়ে গিয়েছে মুনিরা। হঠাৎ আপু আপু বলে ডাকতে ডাকতে বাড়ীতে অয়নের প্রবেশ। কিরে, বলে মুখোমুখি হতেই একগাদা রং ছুরে দিয়ে "শুভ নববর্ষ" আপু।
না, বলে চিৎকার করে ওঠে মুনিরা। যার জীবনে রংয়ের ছটা নেই তার বাইরে আবার রংয়ের লেস কেন! ঘটনার আকস্মিকতায় হচকিত অয়ন হা করে দাড়িয়ে থাকে।
এদিকে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে মুনিরা। যেন ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে ফোনে, ফেইসবুকে, মেসেঞ্জারে কতজনই তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। ধরন একই হলেও সবার উয়িশ সকল জীর্নতাকে পেছনে ফেলে নতুনের অবগাহনে নিজেকে রাঙিয়ে নেওয়ার এই একটি বার্তাই দেয়।
কিন্তু, আসলেই কী সেটা সম্ভব হয়? অতীতও তো কোন একদিন বর্তমান ছিলো। তাই বলে কি তা মুছে ফেলা এতই সহজ! থেমে না থেকে তবুও আমরা পথ চলি, চলতে হয়। তাই বলে কি হৃদয়ের গহীনে পুঞ্জীভূত ভালবাসা এত সহজেই মিলিয়ে যায়? হয়তো সময়ের আবর্তনে কিছুটা ঝাপসা হয়ে যায়। অতিতকে ফেলে নয়, পুরোনোকে সাথে নিয়েই প্রতিনিয়ত আমাদের নতুন পথে চলতে হয়।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।