MrJazsohanisharma

বৈশাখে বগুড়ায় ।। লোকমান হাকিম


সপ্তম শতকের রাজা শশাঙ্ক নয়
মুঘল সম্রাট আকবর নয়
কিংবা প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যও নয়,
ফতেহ উল্লাহ সিরাজির জ্যোতিরবিজ্ঞান
কিংবা মুর্শিদ কুলি খানের “পুণ্যাহ“,
কোন কিছুই নয়।
হাল আমলের মঙ্গল শোভাযাত্রা 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঘী ঢালতে পারলেও
সার্বজনীনতার প্রশ্নে বিশদ আলোচনা হতে পারে,
কিন্তু সে বিষয়টিও নয়।
না কোন রাজনৈতিক চেতনা
না কোন অর্থনৈতিক তাৎপর্য
নয় কোন ধর্মীয় মূল্যবোধ ,
সব কিছুর  উর্ধ্বে ছিল সেবার বৈশাখ।
সূর্য সিদ্ধান্ত কিংবা গ্রেগরীয় বর্ষপঞ্জি ভুলে
সেইবার বৈশাখে বগুড়ায় 
চোখ থমকে গেল 
লাল পেড়ে সাদা শাড়িতে 
জ্বলন্ত বৈশাখ দেখে!

সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

3 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post