এসো হে বৈশাখ ।। শুভব্রত ব্যানার্জি

 

বিদায় নেবে বসন্ত কাল চৈত্র মাসের সনে,
নতুন বছর আসছে নিয়ে উষ্ণতাকে রণে।
বৈশাখী যে মেজাজ এখন শুধু চারি ধারে 
তাপমাত্রা যে প্রবল ভারি প্রকৃতির ওই দ্বারে।

সবুজের গান গেয়ে গেল ঋতু রাজা এসে
চৈত্র আসতে শীতের আভাস ক্রমে গেল খসে।
রোদের তাপে ঘামিয়ে গেল আপদমস্তক সবে 
কাল বৈশাখী আসবে নিয়ে শীতলতা ভবে।

পলাশের দিন শেষ যে এখন ফুলের বাহার আছে
কৃষ্ণচূড়া রাঙা হয়ে ফুটেছে ওই গাছে।
গন্ধরাজের ফুলের গন্ধ কাছে টানে মন
রবির গানে ভোরে ওঠে হৃদয়ের সেই কোণ।

ছাতার ছায়া সঙ্গী মোদের দিনের বেলা হলে
হাত পেতে খায় তৃষ্ণা পেলে রাস্তার ওই যে কলে।
ভোরের বেলা পাখির বলে জল খেতে দে মোরে 
কাক গুলো যে চেঁচিয়ে ফাটায় কানের কাছে জোরে।

আকাশ ঘিরে শুধু এখন নীলের নাচন দেখো
জলধরের সময় এলে তাকে মনে রেখো।
আমের বাগান আছে ভরে সবুজ কাঁচা ফলে
গ্রীষ্মকালে জীবন বাঁচে এক ফোঁটা ওই জলে।

এসো বৈশাখ নবীন রূপে মোদের ধরাধামে
নতুন বছর এলো আবার উষ্ণতার উদ্যামে।
পুরনো শোক ভুলে গিয়ে সব নতুন আবেগে জাগো 
নতুন পোষাকে নতুন ভাবনায় নিজেকে সর্বদা রাখো।

সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।