ভিন্নতার স্বাদ নিতে পিচঢালা রাস্তা ছেরে মাটির পথে চলা।
গতকালকের বৃষ্টির পানি শুকায়নি এখনো,
কাঁদা জমে থাকা পিচ্ছিল রাস্তায়
ভেজা মাটির গন্ধ পাওয়া যায়।
জনবসতি পেরিয়ে এঁকেবেঁকে চলেছে পথ
বিস্তির্ণ মাঠের মাঝ দিয়ে।
একটু খোলা যায়গায় যেতেই
আরো স্পষ্ট ফুটে ওঠে কুয়াশা।
এত্ত ঘন কুয়াশা দেখে কে বলবে,
গতকালকেই এ অঞ্চলে একটা ঝড়বৃষ্টি বয়ে গেছে।
বসন্তের মধ্যভাগ,
অথচ কুয়াশা দেখলে মনেহয় ভরা শীতকাল।
তবে কি প্রকৃতিতেও চিত্রিত আজ
দুর্বোধ্য মানব মনের অবয়ব?
১৪ই মার্চ ২০২০
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম