প্রভাত কথন- ৪ ।। নুসরাত জাহান

 


ভিন্নতার স্বাদ নিতে পিচঢালা রাস্তা ছেরে মাটির পথে চলা।
গতকালকের বৃষ্টির পানি শুকায়নি এখনো,
কাঁদা জমে থাকা পিচ্ছিল রাস্তায়
ভেজা মাটির গন্ধ পাওয়া যায়।     

জনবসতি পেরিয়ে এঁকেবেঁকে চলেছে পথ
বিস্তির্ণ মাঠের মাঝ দিয়ে।
একটু খোলা যায়গায় যেতেই
আরো স্পষ্ট ফুটে ওঠে কুয়াশা। 
এত্ত ঘন কুয়াশা দেখে কে বলবে,
গতকালকেই এ অঞ্চলে একটা ঝড়বৃষ্টি বয়ে গেছে।

বসন্তের মধ্যভাগ,
অথচ কুয়াশা দেখলে মনেহয় ভরা শীতকাল।
তবে কি প্রকৃতিতেও চিত্রিত আজ
দুর্বোধ্য মানব মনের অবয়ব?      


১৪ই মার্চ ২০২০
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম       

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।