MrJazsohanisharma

মে দিবসের কবিতা ।। জরীফ উদ্দীন


আমাকে মেরে ফেল যত ইচ্ছে ততবার
আমার রক্তমাখা পায়ে হেঁটে যাও স্বর্গের পথে
রক্ত চোষাদের দল
আমাকে মেরে প্রেস রিলিজ চাই না
চাই না হাভাতে এতটুকু করুণা
আমাদের ঘামে তুলছ শততলা বাড়ি,
বাড়াচ্ছ ব্যাংক বালেন্স,
কিনছ গাড়ি, আজ সবে মুখোস পরা ভদ্রলোক।
অথচ পাই না আমাদের নায্য মূল্য
আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত
যখন তোমাদের সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা উড়ানো হয়
তখন আমরা জানি না আগামীকাল কি খাবো!
আজ জেগে উঠছে শ্রমিক জনতা
পাভেলের মায়ের আগুন ছড়িয়েছে বিশ্বময়
হে মার্কেটের লাশ নিয়ে মিছিল রাস্তায় রাস্তায়
লুইস কিং আজও আত্মসম্মানে প্রতিজ্ঞাবদ্ধ
নিজের জীবন নিজেই উৎসর্গ করবে
কিন্তু তোমাদের ফাঁসিতে ঝুলবে না।
আজ কারখানায় শ্রমিক নয় যেন একেকজন যোদ্ধা
মাক্সিমের কলমের খুরে অধিকারে সোচ্চার সকলেই
মহামতি লেলিন ও স্তলিন দাঁড়িয়েছেন পাশে।
বল আর কত ভবনধস, বয়লার বিস্ফারণ, অপমৃত্যু
বল আর কত লাশ চাও, হে পুঁজিপতিরা?
আর কত লাশের পিঠ চেপে যাবে স্বর্গের দরজায়?

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. দারুণ লিখেছেন ভাই 💞

    ReplyDelete
Previous Post Next Post