ন্যায্য পারিশ্রমিক ।। দীপন কুমার রায়


হে এশিয়ার ভূখন্ড,
কে উন্নত করলো নগর সভ্যতার?
যারা তুলে নিয়েছিলেন কাজের হাতিয়ার।
তাদের হাতের সোনার ছোঁয়ায়,
এতো আবিষ্কার।
যুগের অক্ষর'হীন স্বাক্ষর,
পৃথিবীর পাতায় তাঁদেরই পাবে।
 হে ফুটন্ত ফুলের কলি,
 তাঁদেরই দোলনায় দোল খাবে,
 ফোস্কা পড়ল যাদের হাতে,
 সবাই তো ভুলে যাবে,
 মে মাস আসলে মনে পড়ে
 সারাবছর কেনো ভুলি,
 শ্রমের ন্যায্য পারিশ্রমিক
 তাদের হাতে দিও তুলি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post