MrJazsohanisharma

শহীদ স্মরণে মে দিবস।। মুজিবর রহমান মল্লিক

 


মে দিবস করে,
        বিপ্লবের আহ্বান !
শহীদের রক্তে রাঙা,
       ঐতিহাসিক মহান মে দিবস।
বীর শহীদদের স্মরণ করে,
        শ্রমিক-কৃষক মনেপ্রাণে।
ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানাই,
        অমর শহীদদের স্মরণে ।
  লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে যেন,
              মে দিবসের আহবানে।
আট ঘন্টা কাজের অধিকারের দাবিতে,
              শ্রমিকরা লড়াইয়ের ময়দানে।
শ্রমিকরা পেয়েছে আটঘন্টা কাজের অধিকার,
               তার জন্য সহ্য করতে হয়েছে অমানুষিক অত্যাচার।
কলকারখানার গেটে ও রাস্তার মোড়ে ,
             তোলা হয় রক্ত পতাকা।
যেন চারিদিকে বাজে,
             বিপ্লবের ডাঙ্গা।
শ্রমিক-কৃষকরা রুগ্ন দেহ নিয়ে,
                    উঠাই মুষ্টিবদ্ধ হাত ।
বিপ্লব দীর্ঘজীবী হোক,
                বলে নিল শপথ।
বাতাসে  ভাসে মে দিবসের কাহিনী,
       রক্তের মধ্যে ধ্বনিত হয়,
                       মহান বিপ্লবের বাণী।
মোরা গাই মে দিবসের জয় গান,
   আগামী দিনে লড়াইয়ের জন্য,
           প্রস্তুত হও হে বীর নওজোয়ান ।

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post