শহীদ স্মরণে মে দিবস।। মুজিবর রহমান মল্লিক

 


মে দিবস করে,
        বিপ্লবের আহ্বান !
শহীদের রক্তে রাঙা,
       ঐতিহাসিক মহান মে দিবস।
বীর শহীদদের স্মরণ করে,
        শ্রমিক-কৃষক মনেপ্রাণে।
ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানাই,
        অমর শহীদদের স্মরণে ।
  লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে যেন,
              মে দিবসের আহবানে।
আট ঘন্টা কাজের অধিকারের দাবিতে,
              শ্রমিকরা লড়াইয়ের ময়দানে।
শ্রমিকরা পেয়েছে আটঘন্টা কাজের অধিকার,
               তার জন্য সহ্য করতে হয়েছে অমানুষিক অত্যাচার।
কলকারখানার গেটে ও রাস্তার মোড়ে ,
             তোলা হয় রক্ত পতাকা।
যেন চারিদিকে বাজে,
             বিপ্লবের ডাঙ্গা।
শ্রমিক-কৃষকরা রুগ্ন দেহ নিয়ে,
                    উঠাই মুষ্টিবদ্ধ হাত ।
বিপ্লব দীর্ঘজীবী হোক,
                বলে নিল শপথ।
বাতাসে  ভাসে মে দিবসের কাহিনী,
       রক্তের মধ্যে ধ্বনিত হয়,
                       মহান বিপ্লবের বাণী।
মোরা গাই মে দিবসের জয় গান,
   আগামী দিনে লড়াইয়ের জন্য,
           প্রস্তুত হও হে বীর নওজোয়ান ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post