রক্তমাখা দিন আজ হলো যে মাতাল
রক্তদিয়ে লিখেছিলাম বিশ্ব মে আমার।
হাতমাখা রক্ত দিয়ে করেছিলাম যুদ্ধ
ফিরে যেন পাই আমরা সকল ন্যায্যমূল্য।
ছোট দেহে করতাম কাজ টানা ২৪ ঘণ্টা।
অমানবিকতার বিশ্ব প্রতীক ছিল যে এটা।
আমরা গরিব,আমরা শ্রমিক তাতে হয়েছে কি..?
আমাদের দ্বারাই করতে হবে তোমাদের বাহাদুরি।
শ্রমিকদের উপর যতই কর জেল-জুলুম অত্যাচার।
তাদের উপর ভর করেই ধরতে হবে হাল।
আমরা কৃষক,আমরা শ্রমিক,আমরা জেলে-তাতী।
যদি বন্ধ করি কাজ তোমার খাবে কি?
তোমরা আছে অট্টালিকায় তাতে আমার কি..?
আমার আছে ভাঙ্গা ভিটে এতেই সুখ বেশি।
শ্রমিকের হাত অনেক শক্ত যদি উঠে একবার।
তোমাদের এই অট্টালিকা ধ্বংস হবে বার বার।