পূর্ব আকাশে গুঁড়ুম-গুঁড়ুম,
বৃষ্টি এলো বলে
মা জেগেছে চুপি চুপি
উঠোনে এলো চলে।
উতাল পাতাল মেঘের লড়াই
নামলো বুঝি ঝড়,
দ্রুত করে ধান তুলে
মা ভরালো ঘর।
খড় গুলো সব একত্রিত
করলো তাড়া হুড়োয়,
একটু ছুটে চুলো ঢাকে
ল্যাম্প বাতির আলোয়।
এদিকে খুকির ঘুম ভেঙ্গেছে
বলছে কেঁদে কেঁদে,
আম্মা, কই গেলে?
দরজা দিয়ে বেঁধে।
মা বলছে লক্ষ্মী আমার
একটু তুমি থামো,
আকাশ ঘেরা কালো মেঘে
বৃষ্টি নামো নামো।
আসছি আসছি, করে যে মা
আর তো আসেনা,
খুকিও কাঁদে ভয়ে ভয়ে
কান্না থামেনা।