মনামীকে মনে পড়ে ।। লোকমান হাকিম



রং তুলিতে আঁকা হলো
শত ছবি
সময় নামক নদীর স্রোতে
ভেসে গেল
যাচ্ছে ভেসে সবি।
স-নাম, ক-নাম
কত হলো লেখালেখি
আসছে সময়,যাচ্ছে সময়
আনমনে সব কাটাকাটি।

ধরলা নদী এখনোতো
স্রোতসীনি
কেমন করে গেল চলে
দশটি বছর!

নদীতে তোর জলচ্ছবি
এখনো মনে পড়ে -মনামী। 
 
 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post