Homeছড়া-কবিতা মনামীকে মনে পড়ে ।। লোকমান হাকিম May 13, 2021 0 রং তুলিতে আঁকা হলোশত ছবিসময় নামক নদীর স্রোতেভেসে গেলযাচ্ছে ভেসে সবি।স-নাম, ক-নামকত হলো লেখালেখিআসছে সময়,যাচ্ছে সময়আনমনে সব কাটাকাটি।ধরলা নদী এখনোতোস্রোতসীনিকেমন করে গেল চলেদশটি বছর!নদীতে তোর জলচ্ছবিএখনো মনে পড়ে -মনামী। সূচিতে ফিরুন হালিচা: ছড়া-কবিতা লোকমান হাকিম Facebook Twitter