মে দিবস ।। মইনুর রহমান লাদেন

 


গ্রীষ্ম এলো বিশ্ব জুড়ে, 

আন্দোলন শ্রমিকের।

এলো বিশ্ব জুড়ে 

মে দিবসের আন্দোলন। 


বিশ্ব জুড়ে চলচে অবিরাম,

শ্রমিকদের আন্দোলন-সংগ্রাম

তাহাদের নেই ন্যায় অধিকার 

নেইরে কোনো সম্মান।


তাহার নির্যাতিত হচ্ছে, 

সারা দিন, রাত কাল।

তাহারাই শ্রম দিয়ে

যাচ্ছেন অনন্তকাল। 


তাহার অনন্তকাল শ্রম দিচ্ছে

শিশু, কিশোর-কিশোরী সহবৃদ্ধ

নেই কোনো শ্রমিকদের

সন্মান ও দেয় না মর্যাদা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post