এক মাস রোজার
শেষে পশ্চিমাকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ খুশির বার্তা নিয়ে আসে এই বসুধায়। সাজসাজ
রব ওঠে মোসলমানের ঘরে ঘরে। ঈদকে কেন্দ্র করে ক্লান্ত পাখির মতো নীড়ে ফিরে প্রিয়জন। নতুন
জামা, সেমাই এর সুবাস, ঈদগাহে ঈদের নামাযে ঢল নামে মহা আনন্দের। এক মাস রোজা রাখার
কষ্ট নিমিষেই ভুলে যায় মুসলিম মন। গুনগুনিয়ে গেয়ে ওঠে, “ও মন রমজানেরই রোজার শেষে এলো
খুশির ঈদ.........”
করোনার কারণে
ঈদ আসলেও আসেনি আনন্দ। অনেকে এবারো ঈদ কাটাবেন পরিবারহীন। অনেকের নেই নতুন জামা। খাওয়া
হয়নি সেমাই। পড়া হয়নি নামাজ ঈদগাহে। ভারতে চলছে লাশের মিছিল। গঙ্গায় পানার মতো ভেসে
যায় প্রিয়জন। ফিলিস্তিনে চলছে ইসরাইলদের তাণ্ডব। মানবতা কেঁদে অস্তির।
এই পৃথিবী একদিন
আবারো মানুষের হবে। বিদায় নিবে করোনা। বন্ধ হবে লাশের মিছিল। শান্তি নেমে আসবে জলপাই
ঘেরা ফিলিস্তিনে।
বর্ণপ্রপাতের
সকল লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বরাবরের মতোই
আমাদের পাশে থেকে লিখবেন, পড়বেন এই প্রত্যাশায়।