আমি চেয়েছিলাম একটা গোলাপ জীবন
বাইরে চাকচিক্যময় সৌন্দর্য এবং আতরের সুবাস
এই সৌন্দর্য আর সুবাসের জন্য ঢাকা পরবে কষ্টের দিনলিপি
কিংবা ক্যাকটাসের ডাইরী
এই সব বাদ দাও
কষ্টের দিনলিপি আর ক্যাকটাসের ডাইরীই আমার প্রচ্ছদ
গোলাপ জীবন সে তো অলিক স্বপ্নমাত্র।
নীড়ের আশায় নীড় ছেড়ে আবার বেলা শেষে
পাখির মতোই নীড়ে ফিরি রিক্তহস্তে
ক্লান্ত জীবন বনলতা ছেড়ে হেমলক পেতে মরিয়া।
সময় চলে যায় আপন গতিতে
অথচ রাত ফুরালেও ভোর আসে না
কিংবা রাত নামে তবুও দিন।