প্রচ্ছদ ।। জরীফ উদ্দীন


আমি চেয়েছিলাম একটা গোলাপ জীবন
বাইরে চাকচিক্যময় সৌন্দর্য এবং আতরের সুবাস
এই সৌন্দর্য আর সুবাসের জন্য ঢাকা পরবে কষ্টের দিনলিপি
কিংবা ক্যাকটাসের ডাইরী
এই সব বাদ দাও
কষ্টের দিনলিপি আর ক্যাকটাসের ডাইরীই আমার প্রচ্ছদ
গোলাপ জীবন সে তো অলিক স্বপ্নমাত্র।

নীড়ের আশায় নীড় ছেড়ে আবার বেলা শেষে 
পাখির মতোই নীড়ে ফিরি রিক্তহস্তে
ক্লান্ত জীবন বনলতা ছেড়ে হেমলক পেতে মরিয়া।

সময় চলে যায় আপন গতিতে
অথচ রাত ফুরালেও ভোর আসে না
কিংবা রাত নামে তবুও দিন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।