দিন বদলের দৌলতে আজ
বদলাচ্ছে সব কিছু
আধুনিক যুগের সব মানুষই
ছুটছে যে তার পিছু।
গ্রাম আজ হয়েছে শহর
এসেছে কত পরিবর্তন
সাদা-কালোর যুগ পেছনে ফেলে
হয়েছে রঙিনের আবর্তন।
এসেছে সূর্য যাচ্ছে দিন
সাপুরেরা বাজাচ্ছে না বীণ
হচ্ছে নাতো যাত্রা গান
সব মানুষ আজ অত্যাধিক মর্ডাণ।
মোঃ মনিরুল ইসলাম,
রাজারহাট, কুড়িগ্রাম
শিক্ষার্থী, নবম শ্রেণি, রতিগ্রাম বি.এল হাইস্কুল।