তুমি চুপ করে বসো
ঐ ছোট পানা ভরা পুকুরের মতো,
হেলো না একটুও সোনা |
আমি ডুব দেবো দুচোখে
ওযে বাঁশটা মুখ গুজেছে |
আমি দেখলাম বলে বেচারা
কেমন মরে যাচ্ছে লজ্জায় |
আমার একতিল লজ্জা নেই
মুখ গুজে দেবো সোজা বুকে |
বুলবুল ডাকছে ও ডাকুক
ও কত ভালোবাসে তারে
আমি জানি,সেদিন দেখেছি |
ও তো ডুবে ডুবে জল খায়
মেঘলা আকাশে পাতার নিচে |
তুমি চুপ করে বসো, হেলো না |