একটি শিশু জন্ম নিল
মায়ের বন্দিকালে
না জানি কি আছে তার
ছোট্ট কপালে !
পাখি ডাকা সকালগুলো
তখন বিষন্নতায় ভরা
দিন কাটানো কঠিন তরো
বড়ই দিশেহারা ।
যা ছিল তাইতে খুশি
নয়কো মানুষ জাত
অনাসৃষ্টির রহস্যতে
ধুইচ্ছে নিজের হাত ।
সৃষ্টি নিয়ে মত্ত ছিল
পাতল মরন ফাঁদ
নিজের গড়া গর্তে
নিজে কুপোকাত ।
ভবিষ্যতের বাবাটিও
চুপটি করে ঘরে,
বড় হবে গায়েগতরে
দৈন্য সয়ে সয়ে ।
আজ বন্ধ, কাল বন্ধ
শিক্ষা প্রতিষ্ঠান
খাতার পাতায় রইবে শুধু
প্রতিক্লাসে নাম।
চন্দ্র, সূর্য উদয়-অস্তে,
শিশুটি হবে বড়,
পাবে কি আলো, মুক্তো বাতাস
ছিল যেমনতরো ?
দিনের খবর রাতের বেলা .
স্বপ্ন হয়ে শাসায়
উত্তরহীন "কি হবে গুলো"
উদাস চোখের তাকায় ।
যে মা' টি ঘুমের ঘোরে
শিশুটিকে খোঁজে
স্বপ্নে যাকে হারিয়ে ফেলে
আছে কি না পাশে ।
পুন্য পাপের বিচার নয়
হয় যে অনুতাপ ,
জীবন যাপন কেমন হবে
যে শিশুটি জন্ম নিল আজ !
মিনতি রায়
ধূপগুড়ি, জলপাইগুড়ি।