প্রতীক্ষার রাত ।। মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী



তোমার প্রস্থানের পর
আর ফেরা হয়নি সুন্দরতম শহরে।
বহুবার প্রত্যাবর্তন করেছো
         — শুধুই স্বপ্নঘোরে,
সেই আসা যাওয়ার পথে — 
পড়ে থাকে বিরহী ক্ষত
সবুজ ঘাসে মলিন স্মৃতি 
       —কেবলই ধ্রুপদী হুল ফোটে।

আবার যদি  ফিরে  আসো
বহমান স্রোতের মতো  স্বপ্নঘোরে,
খোঁপায় গেঁথে দেবো প্রজাপতি! 
দীর্ঘ রজনীর— 
            তীব্র নেশায়
  ব্যাকুল ভ্রমরের গুঞ্জন শুনবে তুমি!

প্রতীক্ষার সেই রাতে—কথা হবে
দু'জনের;— নীলাভো তারার আলোয়
কুয়াশাময় আকাশের নীচে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post