তোমার জন্য সারাজীবন,
অপেক্ষাতেই থাকা,
হয়নি বলা অনেক কথাই,
রয়েছে মনে আঁকা।
তোমার জন্য বৃষ্টির দিনে,
ভিজতাম দুই জনে
ভোর হলেই ঘুম ভাঙ্গতো,
পাখির কুঞ্জনে।
তোমার জন্য মনের মধ্যে,
রয়েছে অনেক আশা,
সমস্ত কিছুই বিলিয়ে তোমায়,
চাই যে ভালোবাসা।
ভেবেছিলাম তুমি আছো
চিন্তা আমার বৃথা,
হঠাৎ কোথায় চলে গেলে,
হয়ে গেলাম একা।
তোমার জন্য এখনো আমি,
বসি নদীর তীরে,
অপেক্ষায় থাকি যদি কখনো,
টানো দু'হাত ধরে।
তোমার হাতে সিঁদুর পরার,
অপেক্ষায় জীবনভর,
থাকবো আমি, আসবে যেদিন,
করবো দু'জন ঘর।