ছেলেবেলা ।। সৌমেন দেবনাথ

আমার ছিলো ছেলেবেলা
ঘুরতাম এদিক সেদিক,
আড্ডা দিতাম দিনটা ভরে
জীবন ছিলো ঝিকমিক।

গাছের ডালে উঠে আবার
দিতাম পুকুরে ঝাঁপ,
পড়তে বসে ঘুমাই যেতাম
পড়ার ছিলো না চাপ।

গুলতি খেলতাম মার্বেল খেলতাম
বেলার ছিলো না দাম,
চোরের সর্দার সেজে আমি
খেতাম পরের আম জাম।

বয়স এখন বেড়ে অনেক
আমি আর নেই গুড়ো,
আর পাবো না ছেলেবেলা
যাচ্ছি হয়ে বুড়ো।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।