আমার ছিলো ছেলেবেলা
ঘুরতাম এদিক সেদিক,
আড্ডা দিতাম দিনটা ভরে
জীবন ছিলো ঝিকমিক।
গাছের ডালে উঠে আবার
দিতাম পুকুরে ঝাঁপ,
পড়তে বসে ঘুমাই যেতাম
পড়ার ছিলো না চাপ।
গুলতি খেলতাম মার্বেল খেলতাম
বেলার ছিলো না দাম,
চোরের সর্দার সেজে আমি
খেতাম পরের আম জাম।
বয়স এখন বেড়ে অনেক
আমি আর নেই গুড়ো,
আর পাবো না ছেলেবেলা
যাচ্ছি হয়ে বুড়ো।