তুমি, আমি আর বৃষ্টি ।। রাজু চন্দ্র দাস

মেঘেরা আজ আকাশে করছে খেলা
তুমি শেষ বিকেলে এসে দিলে দেখা।

বৃষ্টি তো এখন নামবে ধসে আকাশ ফুটো করে।
পারবে কি ভিজে থাকতে আজ এই বৃষ্টির মাঝে?

পারতে তোমাকে হবেই আজ বৃষ্টিতে ভিজতে।
খোলা আকাশে স্নান করব আজ তোমাকে নিয়ে।

তুমি শুধু হাতটা ধরে রেখো আমার হাতে।
বৃষ্টির মাঝে তোমার স্পর্শে সব ক্লান্তি যাবে যে মুছে।

বৃষ্টি ভেজা সবুজ রাস্তাটা হবে আজ আমাদের। 
যেখানে ইচ্ছে ছোটে চলব বাঁধা আবার কিসের? 

তোমার মনের যত কথা বলবে আমায় মন খোলে। 
সাক্ষী হিসেবে রেখে দিব প্রকৃতি আর বৃষ্টিকে।

আজ কোনো ভয় নয় রাখবে না ভেতরে লজ্জা। 
বৃষ্টি ভেজা দিনটি আজ থাকবে স্মৃতিতে গাঁথা। 

কত রাত নির্ঘুমতার পর আজ এত কাছাকাছি। 
বৃষ্টিকে সাক্ষী রেখে বলতে পারবে কি-
আমাকে তুমি সারাজীবন রাখবে তোমার পাশাপাশি। 

এই বৃষ্টি আজ যেন শেষ না আর হয়।
যদি এই দিন টাই হয় তোমার সাথে আমার শেষ দৃষ্টিপতন!

অপেক্ষায় রইলাম, হাজারো বৃষ্টির দিনে যেন দেখা হয় আমাদের।
ভালোবাসার বাহু ডোরে জড়াতে মন চায় তোমাকে।

রাজু চন্দ্র দাস 
শিক্ষার্থী, এম.সি কলেজ, সিলেট। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।