নাও ভরা মানুষ আইসে ওই পার থাইকা
ধরলার উত্তাল ঢেউ নাওরে দোলায়
উল্টাইয়া ফ্যালাইতে পারে না
মাঝির বাপের মোনাজাতের জোড়ে
মা কি কয়াবেন ফুঁকদিছে মাথালে
বউ দরগা থাকি আনছে পীরের পানি।
গঞ্জে নামে বস্তা ভরা বাদাম, মাসকলাই
ঠাঙ বান্দা হাঁস, ঝুটি ফোলা মুরগ
কলস ভরা দুধ নিয়্যা
সাথত ব্যাগ! কী আছে ব্যাগে?
ওমরা না কি খোয়াব জ্যাবে নিয়্যা ঘোরে
দ্যাখছেন কোন দিন খোয়াবনামা?
কালা ম্যাঘের নিচত শিতল গতর
গনগনা অইদে পোড়া খাওয়া মুখ।
ধরলার উপরা উড়ে দলত্যাগী কাউয়া
ছুই মারে কোনঠে?
চোখত খালি পানি আর পানি
ধরলা একনা নদীর নাম পরিচয় বাঙলার নদী।