ধরলা চিত্র ।। জরীফ উদ্দীন



নাও ভরা মানুষ আইসে ওই পার থাইকা
ধরলার উত্তাল ঢেউ নাওরে দোলায়
উল্টাইয়া ফ্যালাইতে পারে না
মাঝির বাপের মোনাজাতের জোড়ে
মা কি কয়াবেন ফুঁকদিছে মাথালে
বউ দরগা থাকি আনছে পীরের পানি।

গঞ্জে নামে বস্তা ভরা বাদাম, মাসকলাই
ঠাঙ বান্দা হাঁস, ঝুটি ফোলা মুরগ
কলস ভরা দুধ নিয়্যা
সাথত ব্যাগ! কী আছে ব্যাগে?

ওমরা না কি খোয়াব জ্যাবে নিয়্যা ঘোরে
দ্যাখছেন কোন দিন খোয়াবনামা?
কালা ম্যাঘের নিচত শিতল গতর
গনগনা অইদে পোড়া খাওয়া মুখ।

ধরলার উপরা উড়ে দলত্যাগী কাউয়া
ছুই মারে কোনঠে?
চোখত খালি পানি আর পানি
ধরলা একনা নদীর নাম পরিচয় বাঙলার নদী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।