ভুলভাল ? সব ভুলভাল? ।। আরণ্যক বসু


("কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি ?")

 কুলহীনা আর রাখালকৃষ্ণ নতুন বর্ষাজলে,
ভেজাবে বলেছে শালজঙ্গল, কদমের নীচু ডাল;
কোনো কথা নয় , শুধুই মেঘের গুরু গুরু ডাকাডাকি...
প্রথম চিঠির কচি কলাপাতা , হিজিবিজি ? ভুলভাল?


আপাতত শুধু মেঘের মিনারে মেঘ জমানোর খেলা, 
ডুবু ডুবু ডুবু নয়ানজুলিতে কুলহীনার যা হাল !
বাঁশি হাতে সেই দামাল ছেলের 
কু ঝিক-ঝিক খোঁজে,
বেপরোয়া মন , বেলাগাম চুল ,
ঈস্ ! সব ভুলভাল? 


কুলহীনা  জানে, রাখাল এলেই বীজতলা নেচে ওঠে; 
সারাদিন খাটা ঘামের গন্ধে , খিচুড়ি ফোটাবে চাল ;
আদর শেখাবে খোলা নদী , ঢেউ ,  ভিজে টুপ টুপ  মন !
পাগল পাগল আকণ্ঠ প্রেম , 
ভুলভাল ? ভুলভাল ? 


শরীর নিভলে , ও রাখাল, তোর মনটা কোথায় থাকে?
হাত না ধরলে পদস্খলন খেয়াঘাটে , কাদা আলে!     
কদম পাতার বল্কলে তোর লজ্জা ঢাকলি যদি , 
টাটকা রেণুর গোপন কথা কী 
গোলমালে ? ভুলভালে ?


ঝড়ের কেন্দ্রে ঝাপটা হয়েও কুলহীনা দুরু দুরু ,
রাধাতিলকের ভাতের গন্ধে সমে'ই কাটবে তাল ?
নিশিযাপনের শেষে তো আবার
ফিরবো বীজতলাতেই ; 
সাতজন্মের সব মুহূর্ত , 
কে বললো ?  ভুলভাল ?


মাঝরাতে যদি শিলাই নদীতে দুটি প্রাণ ডুবে মরে ,
অসহায় হড়পায় ভেসে যায় তলোয়ার আর ঢাল ;
ভালোবাসা লেখে ? আঠারো আনার দিবারাত্রির কাব‍্য ? 
সব ঠিকঠাক ? ও কবি , বলো না--
 সব কিছু ভুলভাল ? 


আরণ‍্যক বসু
২১ জুন ,২০২১
আষাঢ় , ১৪২৮

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post