কক্ষটা খোলা আছে,
তবে দরজাটা বন্ধ।
আসনটা একই আছে,
তবে রঙখানা পাল্টান।
বেশভূষা পরিধান
অনেকটা ধার্য,
রঙে মিশে, সঙ ধরে
অভিযানে নৃত্য।
মনে মনে দিন রাত
শুঁকে চলে গন্ধ,
কোন রঙে গেলে পরে
পাবে ভালো মন্দ !
সত্যের অপলাপে
মিথ্যের পসরায় ;
বড় বড় গুল মারে
জনতার আখড়ায়।
নাক কাটা গেছে আগে
নাই লাজ লজ্জা,
আখের গুছিয়ে নিয়ে
পাল্টায় দলটা।
সততার দাম দেয়
জ্ঞানী-গুণী জনগন,
বহুরূপী সত্মায়
করে যায় সমর্থন।