অজুহাত ।। সাইফ উল্লাহ


মাদলের শরীরে প্রহারবেদনায় উদ্ভূত সুর,
নবদিগন্তের সপসপে অন্ধকার—
নৈরাকার মেঘের অতিশয় ব্যস্ত ধাওয়া-পাল্টা ধাওয়া;
সিন্ধুর পাড়ে ক্ষারীয় জলের ঢেউ ঢেউ খেলা।

ব্যক্তিগত শৌচাগার ছাড়িয়ে গণশৌচাগার,
সবখানে ছড়িয়েছে মানবমস্তিষ্ক।
গৃহস্থালি পেরিয়ে উচ্ছৃঙ্খল চা'য়ের টং,
গর্ভমোচনের বেদনায় কাতর হয়েছে গর্ভধারিণী।

নীরদের দেশে মাঝিমাল্লারা গড়েছে
বাষ্পের ইশকুল।
বৃষ্টিচ্ছটায় তলিয়ে যায়, কখনো রোদের মায়ায় হাঁসে।
জলহীন হাওড়ে জলাভাবে শালুকের আত্মহনন।

পৃথিবীর স্তন, নাভির কূপ- সবখানেতে হননকারী,
অহিতসাধণের দুর্ভাবনায় তারা ছুটছে দিগঙ্গনার ওষ্ঠ পদদলিত করে।
দিঙমূঢ় পর্যটকের আপাদলম্বিত কেশরের মনোহারিতার অজুহাত
ক্রমশ ধরণিকে টেনেছে প্রণয়ীর চোখের পানে—জ্বালিয়েছে প্রেমের অঙ্গার।

সাইফ উল্লাহ
ইস্পাহানী পাবলিক কলেজ, চট্টগ্রাম।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।