যে যায়, চলে যায়, একেবারে
যতই ডাকো, আসে না, কভূ ফিরে।
তবুও যদি আসে ফিরে এ ধরায়
কে তার রাখে খোঁজ পরম্পরায়!
সৃষ্টি মাঝে তুমি এক নগন্য কেবল
ক্ষণিক সময় ঝড়াবে মানুষ আঁখি- জল।
অতঃপর করবে সময় শূন্য পূরণ
কালস্রোতে হবে তুমি কেবল বিস্মরণ।
কী আছে শিংহ নাদে হে মানব
তুচ্ছ, নশ্বর যা অাছে বিত্ত বৈভব।
এসেছো ধরায় নাও কিছু, কিছু দাও
এসেছো কেঁদে, হেসে হেসে বিদায় নাও।
সাধের জনম না অাসে যদি অার
কী লাভ দুঃখ দিয়ে কষ্ট পাবার?
তোমার আরম্ভে হাসলো যারা তোমায় পেয়ে
তারা যেন কেঁদে ভাসে তোমাকে হারিয়ে।
সঞ্জিব কুমার রায়,
রাজারহাট, কুড়িগ্রাম