ভুল সে তো এক অভিজ্ঞতা
ভুল না করে কে কবে দেখেছে সফলতা
জীবনের কোন এক মুহূর্তে
ভুলের মাশুল হবে দিতে
ধারাপাতের ধারায় ঘুরবে চক্রাকারে
ভুল না করে কি কেউ মানুষ হতে পারে
মনের ভুল শোনার ভুল দেখার ভুল
লেখার ভুল পড়ার ভুল কাজের ভুল...
ভুলের নেই কোন কুল
দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে
সে তো অনবরত হয়েই থাকে
যদিও মাথায় পড়েছে বাজ
তবুও তো ক্ষান্ত হয়নি কাজ
ভুল শোধরানোর পর এগিয়ে চলা
সেই তো পরে বিজয় মালা।