ভুল ।। সাজেদুল করিম সুজন

 

ভুল সে তো এক অভিজ্ঞতা
ভুল না করে কে কবে দেখেছে সফলতা

জীবনের কোন এক মুহূর্তে
ভুলের মাশুল হবে দিতে
ধারাপাতের ধারায় ঘুরবে চক্রাকারে
ভুল না করে কি কেউ মানুষ হতে পারে

মনের ভুল শোনার ভুল দেখার ভুল
লেখার ভুল পড়ার ভুল কাজের ভুল...
ভুলের নেই কোন কুল

দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে
সে তো অনবরত হয়েই থাকে
যদিও মাথায় পড়েছে বাজ
তবুও তো ক্ষান্ত হয়নি কাজ
ভুল শোধরানোর পর এগিয়ে চলা
সেই তো পরে বিজয় মালা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।