কিছু কথা ভাবতে লাগে
কিছু স্মৃতি নিরর্বে কাছে ডাকে
আবেগী মন কত কি যে ভাবে,
বাস্তবতা ছেড়ে তখন অনুভবের শহরে কাটে।
কিছু মানুষ দিয়ে যায় মনে দোলা
তাদের দেওয়া প্রশংসা বা নিন্দা
যায় না কখনো ভোলা।
তাদের কথা স্মৃতিতে থাকে রক্ষিত
সেগুলো কখনো হাসায়,,
কখনো বা করে ব্যর্থিত।
তবুও সেই স্মৃতিতে ডুবে কিছুক্ষণ
মন ফিরে পায় অতীতের ছোঁয়া,
যাকে মানুষ পিছনে ফেলে
বর্তমানকে নিয়ে হয় আত্ম ভোলা।
যখন মানুষ বর্তমানের একটু
অবসরে থাকে ----""
তখন মানুষকে তার অতীত কাছে ডাকে
ফিরে পায় নিজের আসল রুপ,
যা বর্তমান ঢেকে রাখে।
তাই তো মানুষ অতীতকে ভুলতে গিয়ে
নিজেকেই ভুলে থাকে,
বর্তমানের মাঝে থেকেও কখনো,কখনো
সাড়া দিতে হয় ---"""
সেই অতীতের ডাকে।
যা সবার জীবনে থাকে
যাকে ভুলে থাকা যায় কিন্তু
মুছে ফেলা যায় না কখনো
জীবন থেকে তাকে।
অবসরে সে বার বার ফিরে আসে
মন তখন কিছু সুখের স্মৃতিতে
কিছু দুঃখের স্মৃতিতে ভাসে,
অতীত,বার বার ফিরে আসে।
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর।