প্রেমাগ্নি জলে ।। লোকমান হাকিম


তোমাকে ফেরাই কী করে ?
 তোমাকে ফেরালে, মিথ্যে হয়ে যায় বিরল জোছনার সেই রাত। মিথ্যে হয়ে যায় সেই দিবস, ঝকঝকে রোদেলা হাসি।
আমি কী করে ফেরাই তোমায় !
নদী সাগর সমুদ্র কিংবা হই যদি পুস্পের ঘ্রাণ 
কিসে বাঁচে বলো এ প্রাণ?
উবে যাই জীবন্ত ফিউশনে, বিরহ ব্যাপনে ভাসে
অনন্ত বেলাভূমি।
বোকার মতো বলেছি নিজেকে ভাঙ্গতে, 
সমস্ত সত্তা জুড়ে দেখি 
শুধু ইলেকট্রন-প্রোটন- নিউট্রন  । 
আমি বলেছি , অন্ততপক্ষে মুক্ত বিহঙ্গ হবো, শুধু মাত্র ডানার ভয় দেখিয়ে 
আমাকে আটকিয়ে রেখো না।
চেতনার আগুনে অন্তত আমাকে পোড়ানো যায় না।
মিথ্যে সমস্ত মিথ্যে ।

আজ মনে হচ্ছে আমি আড়ষ্ট, আমি নিবিষ্ট, আমি ভীত- সন্ত্রস্ত, 
তোমাকে ছাড়া ।
আমি তোমার  কেন্দ্র বিন্দুতেই আবর্তিত আজন্ম ।
আমার প্রেম পূর্ণ হোক
তোমারই প্রেমাগ্নি জলে ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post