এই রূঢ়তায় হিমু নেই ,
বাস্তবতার কোনো রূপা নেই ;
নেই কোনো অপেক্ষারত মীরা।
কেউ থাকে না বারান্ধায় দাড়িয়ে,
ল্যান্ডলাইন টা বেজে উঠে না বেনামী কোনো নম্বরে,
হুট করে কেউ আসে না এক হাত ভর্তি কদম নিয়ে
কারণ,
এই কাব্য অস্তিত্বের
প্রেম বিলাশিনী সেথায় কেউ হতে পারে না ।
রাতের তমাশায় ছন্দ করে না ।
নয়নের অভিমান ও কেউ বুঝে না
প্রেম বিলাসিনি হয়েছিলে ?