প্রেম বিলাশিনি ।। ফাওজিয়া হায়দার ফারিহা


এই রূঢ়তায় হিমু নেই ,

বাস্তবতার কোনো রূপা নেই ;

নেই কোনো অপেক্ষারত মীরা।

কেউ থাকে না বারান্ধায় দাড়িয়ে,

ল্যান্ডলাইন টা বেজে উঠে না বেনামী কোনো নম্বরে,

হুট করে কেউ আসে না এক হাত ভর্তি কদম নিয়ে

কারণ,

এই কাব্য অস্তিত্বের 

প্রেম বিলাশিনী সেথায় কেউ হতে পারে না ।

রাতের তমাশায় ছন্দ করে না ।

নয়নের অভিমান ও কেউ বুঝে না 

প্রেম বিলাসিনি হয়েছিলে ?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।