জীবন ঘড়ি ।। আতিক মেসবাহ্ লগ্ন



জীবন ঘড়ি বড্ড রসিক,

গতিতে নেই ছন্দ,

বেঁচে আছি, ছুটছি তবে,

এটাই কি-বা মন্দ।


রাত জাগাতে, চাঁদ হাসে,

ঘুমের সাথে আড়ি,

স্বপ্নের তরে নিদ্রাহীনতায়,

বাস্তব গেছে ছাড়ি।


বেঁচে থাকা পূর্ণতা পাক,

জীবন পাক প্রাণ,

স্বপ্ন-বাস্তবের মিলবন্ধনে,

গাইবো খুশির গান।



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post