জীবন ঘড়ি বড্ড রসিক,
গতিতে নেই ছন্দ,
বেঁচে আছি, ছুটছি তবে,
এটাই কি-বা মন্দ।
রাত জাগাতে, চাঁদ হাসে,
ঘুমের সাথে আড়ি,
স্বপ্নের তরে নিদ্রাহীনতায়,
বাস্তব গেছে ছাড়ি।
বেঁচে থাকা পূর্ণতা পাক,
জীবন পাক প্রাণ,
স্বপ্ন-বাস্তবের মিলবন্ধনে,
গাইবো খুশির গান।
জীবন ঘড়ি বড্ড রসিক,
গতিতে নেই ছন্দ,
বেঁচে আছি, ছুটছি তবে,
এটাই কি-বা মন্দ।
রাত জাগাতে, চাঁদ হাসে,
ঘুমের সাথে আড়ি,
স্বপ্নের তরে নিদ্রাহীনতায়,
বাস্তব গেছে ছাড়ি।
বেঁচে থাকা পূর্ণতা পাক,
জীবন পাক প্রাণ,
স্বপ্ন-বাস্তবের মিলবন্ধনে,
গাইবো খুশির গান।
আপনিও লেখুন বর্ণপ্রপাতে