মানুষের সবচেয়ে বড় সম্পদ
তার বিবেক ও মুল্যবোধ
এই দুটি আছে যাদের
তারাই এ পৃথিবীতে ভালো লোক।
বিবেক মানুষের বড় সহায়ক
যা কাজের ভালো, মন্দের দিক বুঝায়
বিবেকের কাছে সবাই জবাব দিহী করে
মন্দ কাজের জন্য ভোগে অনুসূনায়।
যখন মানুষ তার বিবেককে হত্যা করবে
তখন সে আর থাকবে না, মানুষের পর্যায়ে,
পৃথিবীর যে কোন অন্যায় কাজ
তার দ্বারা সম্ভব হবে, অনায়াসে।
বিবেক মানুষের বড় শক্রু
পরম বন্ধুও বটে,
বিবেকের তাড়নায় মানুষ,
জীবনে ভালো, মন্দ কাজ করে থাকে।
বিবেক ও মুল্যবোধ মানুষের আছে
তাই বলে তো মানুষ, সৃষ্টির সেরা জীব,
বিবেক মানুষকে পথ দেখায়
আর মুল্যবোধ শেখায়,
সমাজে কোন কাজ করা ঠিক; বেঠিক।
তাই বিবেককে মেরে ফেলো না তোমরা
মুল্যবোধকে রাখ জীবিত,
তাহলে দেখবে----
তোমাদের দ্বারা কোন মানুষের ক্ষতি হবে না
গোটা সৃষ্টি কুল,তোমরাই রাখবে সুরক্ষিত।
রচনায় : মোছাঃ শাহ্জাদী আক্তার
বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর