দমে'র পরাসমানে ।। মনিরুজ্জামান প্রমউখ

 


আঁধারে'র সন্ধি- বৃষ্টি'র প্লাবন ! 

গা ছুঁয়ে ছুঁয়ে- 

আসে, যায় পর্ব-ইশারে । 

আরামে'র ঘর- কোন ঋতু'র পর্শি হয় ? 

এক-টা বাঁকা চোরা-পথে, 
মনে'র দর্জি ধরে- 
বছর-পুরো 
অ-শান্তে'র খামার পয়দা করে । 

পাশ্চাত্য ঘুমে, গদ্যে সে-সব 
কল্প-কাহিনী'র রূপক । 
সব-কিছু'র বদল ভুবনে- 
মানুষ পা রাখে, প্রণয় প্রবচনে । 

পাখি-গুলো প্রাণে'র সদকা দিতে দিতে, বেঁচে রয় ! 
ঘর-হীন মানবে'র আর্তনাদ- 
সময়ে'র আরেক-টা ভোরে'র ক্লান্তি পুড়িয়ে, 
উঠে যায়- দমে'র পরাসমানে ।। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।