তুমি মেয়ে কোন জনা?
খুঁজে আমি বেড়াই,
তোমায় কত অজানা
জানতে আমি চাই।
ধরা দিলে না তুমি আমায়
কল্পনায় শুধু সাজাই,
আসলে কেবল কবিতার খাতায়
দূরে রয়ে গেলে তাই।
কোনো দিন কি দেখা পাব তোমার?
বলব কেমন আছো!
শেষ সুর থাকবে এ মনে আমার
যেথা থাকো ভালো থেকো।।
তুমি মেয়ে কোন জনা?
খুঁজে আমি বেড়াই,
তোমায় কত অজানা
জানতে আমি চাই।
ধরা দিলে না তুমি আমায়
কল্পনায় শুধু সাজাই,
আসলে কেবল কবিতার খাতায়
দূরে রয়ে গেলে তাই।
কোনো দিন কি দেখা পাব তোমার?
বলব কেমন আছো!
শেষ সুর থাকবে এ মনে আমার
যেথা থাকো ভালো থেকো।।
আপনিও লেখুন বর্ণপ্রপাতে