অতলস্পর্শ তৃষ্ণা নিয়ে,
তোমার প্রেমকে ছুঁয়েছিলাম।
আকাশচুম্বী স্বপ্নের তোড়ে,
বিভোর মনকে তাড়িত করেছি সহস্রবার।
প্রেম এসেছিল, প্রেম জেগেছিল,
মনের জীর্ণ কুটিরকে দিয়েছিল,
বিশালতার গগনস্পর্শী অবয়ব।
পিপাশায় রুদ্ধ মরুভূমির বালুকণায়,
ক্রোধান্বিত উষ্ণতা ছেয়েছিল শতজনম।
রিক্ত মনের, অভুক্ত দেহে,
জলকণার সঞ্চারেই ছিল তোমার আবির্ভাব।
তুমি এসেছিলে নিরবে নিভৃতে,
গোধূলীকে সুন্দর করতে,
অমাবস্যা তিথিতে পুলকসঞ্চারে,
চাতকের তৃষ্ণা মেটাতে,
কবির শব্দখরা চুকাতে।
প্রেমের কবিতার শব্দচয়নে,
আজ বড্ড ক্লান্ত আমি।
হতাশা নদীর খরস্রোতা কল্লোলে,
আমি আজ নিঃশেষ।
নির্জীব মনের সজীব প্রাণ আজ,
ঘুণেধরা, পরিত্যাক্ত কাঠের আসবাব।
কোন প্রেমেই আগ্রহ নেই আমার,
আমি আজ বড্ড নির্লিপ্ত।
আতিক মেসবাহ্ লগ্ন,
১৪ নভেম্বর ২০২১; সন্ধ্যা ৬ টা ৪৪।