অতলস্পর্শ তৃষ্ণা।। আতিক মেসবাহ্ লগ্ন

 


অতলস্পর্শ তৃষ্ণা নিয়ে,

তোমার প্রেমকে ছুঁয়েছিলাম।

আকাশচুম্বী স্বপ্নের তোড়ে,

বিভোর মনকে তাড়িত করেছি সহস্রবার।


প্রেম এসেছিল, প্রেম জেগেছিল,

মনের জীর্ণ কুটিরকে দিয়েছিল,

বিশালতার গগনস্পর্শী অবয়ব।

পিপাশায় রুদ্ধ মরুভূমির বালুকণায়,

ক্রোধান্বিত উষ্ণতা ছেয়েছিল শতজনম।


রিক্ত মনের, অভুক্ত দেহে,

জলকণার সঞ্চারেই ছিল তোমার আবির্ভাব।

তুমি এসেছিলে নিরবে নিভৃতে, 

গোধূলীকে সুন্দর করতে,

অমাবস্যা তিথিতে পুলকসঞ্চারে,

চাতকের তৃষ্ণা মেটাতে,

কবির শব্দখরা চুকাতে।


প্রেমের কবিতার শব্দচয়নে,

আজ বড্ড ক্লান্ত আমি।

হতাশা নদীর খরস্রোতা কল্লোলে,

আমি আজ নিঃশেষ।

নির্জীব মনের সজীব প্রাণ আজ,

ঘুণেধরা, পরিত্যাক্ত কাঠের আসবাব।

কোন প্রেমেই আগ্রহ নেই আমার,

আমি আজ বড্ড নির্লিপ্ত। 


আতিক মেসবাহ্ লগ্ন,

১৪ নভেম্বর ২০২১; সন্ধ্যা ৬ টা ৪৪।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।