বিরহী মন ।। নীতা কবি মুখার্জী


প্রেমের বিরহে অশান্ত মন শুধু উচাটন করে
কি করি! কোথায় যে যাই! অহরহ মন পোড়ে।

বিবাগী মনটা উড়ে উড়ে যায় দিগন্তরেখা পারে
যেখানে পরীরা জলকেলি করে গভীর সাগর ধারে।

কখনো এ মন শুধু যে চায় ঢেউয়ের তালে ভাসি
হয়তো কোনো রাজার দুলাল ডাকবে আমায় আসি।

আবার কখনো এই পোড়া মন চলে যে চাঁদের দেশে
রাতের নীলাভ মেঘ হয়ে ভাসে চাঁদের বক্ষ-পাশে।

এই বিবাগী মন পাখির মতন কখনো পাখনা মেলে
দূর-দিগন্তে উড়ে হাসি মুখে অম্লান, অবহেলে।

লতা হয়ে কভু গভীর সোহাগে তরুরে জড়ায়ে ধরে
মহাসুখে করে প্রেমালিঙ্গন, আদর সোহাগে ভরে।

কখনো এ মন ছুটে ছুটে চলে সমুদ্রে মিলবে বলে
নদী সাগরের সঙ্গমে সেথা মেলা বসে কোলাহলে।

বিবাগী মনকে ধরে রাখা দায়! প্রিয় মোর কাছে এসো
অশান্ত হৃদয় শান্ত করতে এতটুকু ভালোবেসো।

10/7/2021

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।