প্রেমের বিরহে অশান্ত মন শুধু উচাটন করে
কি করি! কোথায় যে যাই! অহরহ মন পোড়ে।
বিবাগী মনটা উড়ে উড়ে যায় দিগন্তরেখা পারে
যেখানে পরীরা জলকেলি করে গভীর সাগর ধারে।
কখনো এ মন শুধু যে চায় ঢেউয়ের তালে ভাসি
হয়তো কোনো রাজার দুলাল ডাকবে আমায় আসি।
আবার কখনো এই পোড়া মন চলে যে চাঁদের দেশে
রাতের নীলাভ মেঘ হয়ে ভাসে চাঁদের বক্ষ-পাশে।
এই বিবাগী মন পাখির মতন কখনো পাখনা মেলে
দূর-দিগন্তে উড়ে হাসি মুখে অম্লান, অবহেলে।
লতা হয়ে কভু গভীর সোহাগে তরুরে জড়ায়ে ধরে
মহাসুখে করে প্রেমালিঙ্গন, আদর সোহাগে ভরে।
কখনো এ মন ছুটে ছুটে চলে সমুদ্রে মিলবে বলে
নদী সাগরের সঙ্গমে সেথা মেলা বসে কোলাহলে।
বিবাগী মনকে ধরে রাখা দায়! প্রিয় মোর কাছে এসো
অশান্ত হৃদয় শান্ত করতে এতটুকু ভালোবেসো।
10/7/2021