আজ ২২ ডিসেম্বর ২০২১। সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট ও ফিচার লেখক রহিমা আক্তার মৌ-এর ৪৬ তম জন্মদিন। তিনি বর্তমানে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিয়মিত লিখছেন। তার প্রথম লেখা প্রকাশ হয় ২০০৯ সালে, ইত্তেফাক গ্রুপের সাপ্তাহিক 'রোববার' এ।
রহিমা আক্তার মৌ জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালের ২২ ডিসেম্বর বাবার কর্মস্থল কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সেতারা বেগম দম্পতির চার সন্তানের তিনি দ্বিতীয়। বাবার বদলির কারণে শৈশব কাটে নোয়াখালীর চাটখিলে। ১৯৯৪ সাথে বিবাহ বন্ধনে আবদ্য হন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ডায়নার পারের হাম্মদ হোসেন ও কহিনুর বেগম এর বড় সন্তান প্রকৌশলী কামরুল আহসানের সাথে। বিবাহিত জীবনে দুই কন্যা সন্তানের জননী। প্রিয় ব্যক্তিত্ব মা সেতারা বেগম।
লেখকের প্রকাশিত গ্রন্থ -
"মুক্ত আকাশ কতদূর" (সংকলন ২০১৫)।
"গল্পের আয়নায় মানুষের মুখ" (গল্পগ্রন্থ, ২০১৭), "নক্ষত্ররাজির কথা" (প্রবন্ধ গ্রন্থ, ২০১৭),
"মৌ'এর চিঠির সাতকাহন" (চিঠির গ্রন্থ, ২০১৭),
"দেশ আমার ভাবনা আমার" (কলাম গ্রন্থ,২০১৮) "একাত্তর ও নারী" (মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, ২০১৮) "প্রিয়ন্তির সারাবেলা" (শিশুতোষ গ্রন্থ, ২০১৯),
"অল্প স্বল্প গল্প" (অনুগল্পের গ্রন্থ, ২০১৯),
"গল্পগুলো তুলতুলির" (শিশুতোষ গ্রন্থ, ২০১৯),
"বেলা শেষের গদ্য" (গল্পগ্রন্থ, ২০১৯),
"জীবনের টুকরো গল্প" ( গল্পের বই, ২০২০),
"ভূতের বৃষ্টি'' (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০২১)
"বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ"(প্রবন্ধ গ্রন্থ, ২০২১),
''মুক্তিযুদ্ধ ও আব্দুল মান্নান মতিন" (সাক্ষাতকার ও স্মৃতিচারণ গ্রন্থ, ২০২১, মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে)
"মেঘনার মিষ্টি স্বপ্ন" (শিশুতোষ গল্প, ২০১৬, এই বইটি বাংলাদেশে প্রকাশিত প্রথম মা ও মেয়ের বই। মা রহিমা আক্তার মৌ, বড় মেয়ে রৌদ্র মালিহা, ছোট মেয়ে অভ্র),
চিঠি লেখা তাঁর একটি সখ, সম্পাদনা করছেন চিঠি বিষয়ক ম্যাগাজিন "আকাশের ঠিকানায় চিঠি"।
সম্মাননা - বাঙ্গালী কন্ঠ লেখক পুরস্কার (২০১৮); কচিপাতা ম্যাগাজিন লেখক পুরস্কার (২০১৯);
কথা সাহিত্যে কবি জীবনানন্দ দাশ পুরস্কার (২০১৯); মহাত্মা গান্ধী পুরস্কার (২০২০)।
৪৬ তম জন্মদিনে বর্ণপ্রপাতের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।