মনিকা- ৫‌ ।। বিপুল রায়

 



বর্ণনা শুনিয়ায় প্রেমোত পড়িসুং, মনিকা
তোর রূপ-সৌন্দর্য্য না দেখি–
হয়তো কুনো এক অদৃশ্য শক্তি বাইধ্য করাইসে,
মুহুনি নাগাইসে কুনো এক ‘অনুচ্চারিত’ মহামন্তর–
বুকের ভিতিরা নরম হিয়াক মমের মতন গলে দিসে
                          ক্ষণে-ক্ষণে, মুহুর্ত্বে-মুহুর্ত্বে...

আজি হিয়ার ভিতিরা খালি তোর নামের জপমালা,
বুকের ভিতিরা খালি তোর নামের বসত ঘর;
মনে হয়– তোর অস্তিত্ব আছে বুলি
       ‌             এই বিশ্বব্রহ্মান্ডোত মোর অস্তিত্ব...
তারিখ:  ১৯/১২/২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।