ফাগুনের উত্তাপ ।। ইমরান খান রাজ


ফাগুনের উত্তাপ আজ ছড়িয়ে পরেছে, 
আকাশে-বাতাসে আর মনের আঙিনায়। 
কোকিলের সুরে আর শিমুল ফুলের গন্ধে, 
ফাগুনের বার্তা ছড়িয়েছে বেশ। 
মনের ঘরে বাসা বেধেছে বসন্ত আর ভালোবাসা, 
তারই সুভাষে আজ মনঃপ্রাণ উৎফুল্ল। 

নদীর ধার, পুকুর পাড়, অথবা ফুলের বাগান 
সবখানেই আজ বসন্ত লেগেছে। 
কৃষ্ণচূড়ার লাল আবরণে ঢেকেছে পথ, 
মৌমাছিরাও আজ ব্যস্ত, শুধু বসন্তের আবহে৷ 
শিল্পীর আঁকা ছবিতে, রুপকথার রাজ্যে 
আজ শুধু বসন্তের আনাগোনা দেখছি। 


নামঃ ইমরান খান রাজ 
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।