দুষ্টু সমীরণ করে রণ
কথা মানে না,
লাস্যময়ী একাকিনী
কাজলা ললনা।
ছলছলিয়ে তরী চলে
দূরে অজানায়,
নীলাম্বুতে রবির কিরণ
প্রেম গীত সে গায়।
মনের তরী উজানভাটি
গুনগুনিয়ে গায়--
আগুন রাঙা ও নীল আকাশ
তুমি নেবে কি আমায়!
মনের তরী বাও গো মাঝি
উতল হাওয়া বয়--
ভাব তরঙ্গ উঠলো আজি
প্রিয়ার অঙ্গ ছোঁয়।
নদীর কূলে শুভ্র কাশফুল
দেয় যে হাতছানি
কুলকুল ধ্বনি ছাপিয়ে দুকূল
গায় গাঙের পানি।
গগন জুড়ে ওই সুদূরে
চাতক পাখি ধায়--
বলছে জলের সুরে সুরে
তুমি নেবে কি আমায়!
১৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
১লা মার্চ ২০২২ খ্রিস্টাব্দ।