তুমি নেবে কি আমায় ।। মিনহাজ আহমেদ মুকুল

 

দুষ্টু সমীরণ করে রণ
কথা মানে না,
লাস্যময়ী একাকিনী
কাজলা ললনা।
ছলছলিয়ে তরী চলে
দূরে অজানায়,
নীলাম্বুতে রবির কিরণ
প্রেম গীত সে গায়।
মনের তরী উজানভাটি
গুনগুনিয়ে গায়--
আগুন রাঙা ও নীল আকাশ
তুমি নেবে কি আমায়!
মনের তরী বাও গো মাঝি
উতল হাওয়া বয়--
ভাব তরঙ্গ উঠলো আজি
প্রিয়ার অঙ্গ ছোঁয়।
নদীর কূলে শুভ্র কাশফুল
দেয় যে হাতছানি
কুলকুল ধ্বনি ছাপিয়ে দুকূল
গায় গাঙের পানি।
গগন জুড়ে ওই সুদূরে
চাতক পাখি ধায়--
বলছে জলের সুরে সুরে
তুমি নেবে কি আমায়!

১৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
১লা মার্চ ২০২২ খ্রিস্টাব্দ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।