বিদ্রোহ আমার ।। সেলিম হোসেন

 

বিদ্রোহ আমার রক্তে মিশে থাকা ব্রিটিশ বিরোধী আন্দোলন,
বিদ্রোহ আমার শিকরগাঁথা বিদ্রোহী কবি নজরুলের ও গান।
বিদ্রোহ আমার কণ্ঠক ধ্বনি শেখ মুজিবের  ভাষণ,
বিদ্রোহ আমার পুর্নজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের  সন। 

বিদ্রোহ আমার বাঁচার অধিকার নিত্য দিনের সঙ্গী
বিদ্রাহ আমার কথা বলার অধিকার স্বাধীন বাচনভঙ্গি।
বিদ্রোহ আমার প্রতিবাদী কণ্ঠ বাকস্বাধীনতার চরণে,
বিদ্রোহ আমার কর্কশ ধ্বনি কবিতার প্রতিটি লাইনে।

লেখার সময়ঃ৮.৫৭মিনিট,রাত্রি
তারিখঃ২১/০৩/২০২২ইং

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post