তোমাকে দেখছি!
বাঁকা চোখে,
শালিনতার দেয়াল রেখে,
পল্লবপুঞ্জের কৃষ্ণ চোখে।
তোমাকে দেখছি,
সামান্য দুরুত্বে,
মগ্নতার আফিমে বিভোর হয়ে,
অকৃত্রিম এক মুগ্ধ আবেশে।
তোমাকে দেখছি,
প্রভাতের প্রহরে,
ভালোবাসার তৃষ্ণায় কাতর হয়ে,
না বলা কথার দগ্ধ আক্ষেপে।
তুমি নির্জীব,
মস্তিষ্কভোঁজে,
ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের খোশ গল্পে,
যে গল্প আমাকে পোড়ায়।
আচ্ছা, এই হৃদয় দহনের ভয়ঙ্কর দুর্গন্ধ,
অজুহাতের প্রাচীর ভেঙ্গে,
তুমি অবধি পৌঁছায় তো?