তোমাকে দেখছি ।। আতিক মেসবাহ্ লগ্ন

 


তোমাকে দেখছি!

বাঁকা চোখে,

শালিনতার দেয়াল রেখে,

পল্লবপুঞ্জের কৃষ্ণ চোখে।


তোমাকে দেখছি, 

সামান্য দুরুত্বে,

মগ্নতার আফিমে বিভোর হয়ে,

অকৃত্রিম এক মুগ্ধ আবেশে।


তোমাকে দেখছি,

প্রভাতের প্রহরে,

ভালোবাসার তৃষ্ণায় কাতর হয়ে,

না বলা কথার দগ্ধ আক্ষেপে।


তুমি নির্জীব,

মস্তিষ্কভোঁজে,

ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের খোশ গল্পে,

যে গল্প আমাকে পোড়ায়।

আচ্ছা, এই হৃদয় দহনের ভয়ঙ্কর দুর্গন্ধ,

অজুহাতের প্রাচীর ভেঙ্গে,

তুমি অবধি পৌঁছায় তো?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।