দুঃখী ।। সৌমেন্দ্র দত্ত ভৌমিক

 
দুঃখের বাকসো-প্যাঁটরা নিয়ে
অহর্নিশ চলা মাঠে-ঘাটে
দুঃখের কোনো নেই হিসাবপত্র
জীবনের এই হিসাবখাতে।
দৈনন্দিন মুখ বুঁজে সহ্যটা
পাঠশালাতে পড়ার মতন
যেদিকে তাকাই এই ভীড়েতে
মস্ত বড়ই আঁটন-বাঁধন।
সব কিছুকেই তুচ্ছ জ্ঞানে
এড়ানোটা নয়কো সহজ
কেঁদেকেটেই কালক্ষেপণ
দুঃখময় শুধুই মগজ।
দুঃখীর সাথে ভাব জমিয়ে
আচমকাই সুখের হাসি
বেঁচে থাকার পাসওয়ার্ডে
সুখটাই যেন অনাবাসী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।