দুঃখের বাকসো-প্যাঁটরা নিয়ে
অহর্নিশ চলা মাঠে-ঘাটে
দুঃখের কোনো নেই হিসাবপত্র
জীবনের এই হিসাবখাতে।
দৈনন্দিন মুখ বুঁজে সহ্যটা
পাঠশালাতে পড়ার মতন
যেদিকে তাকাই এই ভীড়েতে
মস্ত বড়ই আঁটন-বাঁধন।
সব কিছুকেই তুচ্ছ জ্ঞানে
এড়ানোটা নয়কো সহজ
কেঁদেকেটেই কালক্ষেপণ
দুঃখময় শুধুই মগজ।
দুঃখীর সাথে ভাব জমিয়ে
আচমকাই সুখের হাসি
বেঁচে থাকার পাসওয়ার্ডে
সুখটাই যেন অনাবাসী।