মায়েরা হাজার বছর বাঁচুক ।। রাকিবুল ইসলাম রুমান


আমি তো থাকবো বয়স সবে কুড়ি
আর কিছুকাল মৃত্যুর সাথে করি লুকোচুরি, 
ভয় কিসে পাও মা তুমি? অমাবস্যা তো আসে নাই 
তুমি  যতদিন আছো পাশে পূর্ণিমা তো কাটে না। 
জোনাক পোকা ডাকছে সেদিন বৈশাখীর আর আছে কদিন?
সেথায় তুমি কোকিল সেজে বসন্ত আনলে নিত্যদিন। 
চোখ বুঝে এক আওয়াজ শুনি 
কাঁদছে কে কাঁদছে কে- সে যে আমার জননী। 
বেশ-কিছুদিন গেল সেথায়, বিহঙ্গিনীর আওয়াজ থামে
বাতাস এবার দিক ঘুরিয়ে বইছে দেখি নতুন ফ্রেমে 
ভাবছি শুয়ে যাচ্ছে সময়-হচ্ছি বড় উল্লাসে,
আর কিছুদিন আর কিছুদিন প্ল্যানিং আমার কম কীসে?
এদিক চেয়ে দেখি এবার মায়ের চুলে পাক ধরেছে-
উষ্ণ শিশির বরফ হলো,কিরণ যে প্রায় ডুবেছে। 
সময় দেখি যাচ্ছে চলে, চাচ্ছি একটু সময়, 
একটু থামো একটু থামো মা আমার একলা ভীষণ, 
আকাশ পানে তাকিয়ে আছি চাতক পাখির ন্যায় 
মায়ের জীবন ভিক্ষা চাইছি আমার বিনিময়। 
করুণ ভাবে ডাকছি তাঁকে রহমতের ঢেউ উঠুক, 
একবার তুমি রায় দিয়ে দাও পৃথিবীর সব মায়েরা হাজার বছর বাঁচুক।

রাকিবুল ইসলাম রুমান
শিক্ষার্থী, সরকারি বিজ্ঞান কলেজ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।